আম্পানের প্রভাব

ঘূর্ণিঝড় আম্পান ইতিমধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করা শুরু করেছে। চার ঘণ্টা ধরে উপকূল অতিক্রম করবে এই ঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের কারণে ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। ছবিগুলো বুধবারের।
১ / ৯
আম্পানের প্রভাবে সৃষ্ট ঝড়। পলিটেকনিক রোড, বরিশাল নগর। ছবি : সাইয়ান
আম্পানের প্রভাবে সৃষ্ট ঝড়। পলিটেকনিক রোড, বরিশাল নগর। ছবি : সাইয়ান
২ / ৯
ঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে মানুষ। মঠবাড়ি, কয়রা উপজেলা , খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
ঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছে মানুষ। মঠবাড়ি, কয়রা উপজেলা , খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
৩ / ৯
আইলায় ভেঙে যাওয়া বাঁধ আবারো ভাঙার উপক্রম হয়েছে। ৩ নং কয়রা লঞ্চঘাট এলাকা, কয়রা, খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
আইলায় ভেঙে যাওয়া বাঁধ আবারো ভাঙার উপক্রম হয়েছে। ৩ নং কয়রা লঞ্চঘাট এলাকা, কয়রা, খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
৪ / ৯
ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে সতর্ক করছেন স্বেচ্ছাসেবকেরা। লঞ্চঘাট এলাকা, বরিশাল নগর। ছবি : সাইয়ান
ঘূর্ণিঝড় সম্পর্কে মানুষকে সতর্ক করছেন স্বেচ্ছাসেবকেরা। লঞ্চঘাট এলাকা, বরিশাল নগর। ছবি : সাইয়ান
৫ / ৯
পাবনায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দইবাজার মোড়, পাবনা। ছবি : হাসান মাহমুদ
পাবনায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দইবাজার মোড়, পাবনা। ছবি : হাসান মাহমুদ
৬ / ৯
নদীর ফুঁসে ওঠা দেখে আতঙ্কিত এক নারী। কয়রা লঞ্চঘাট এলাকা, কয়রা, খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
নদীর ফুঁসে ওঠা দেখে আতঙ্কিত এক নারী। কয়রা লঞ্চঘাট এলাকা, কয়রা, খুলনা। ছবি : সাদ্দাম হোসেন
৭ / ৯
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শরীর পলিথিনে মোড়ে রিকশাভ্যান নিয়ে সড়কে নেমেছেন একজন। সেউজগাড়ী, বগুড়া শহর। ছবি : সোয়েল রানা
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে শরীর পলিথিনে মোড়ে রিকশাভ্যান নিয়ে সড়কে নেমেছেন একজন। সেউজগাড়ী, বগুড়া শহর। ছবি : সোয়েল রানা
৮ / ৯
পাবনার আকাশে মেঘের ঘনঘটা। শহর এলাকা, পাবনা। ছবি : হাসান মাহমুদ
পাবনার আকাশে মেঘের ঘনঘটা। শহর এলাকা, পাবনা। ছবি : হাসান মাহমুদ
৯ / ৯
আম্পানের প্রভাবে ঢাকার আকাশও মেঘাচ্ছন্ন। হাতিরঝিল, ঢাকা। ছবি : আবদুস সালাম
আম্পানের প্রভাবে ঢাকার আকাশও মেঘাচ্ছন্ন। হাতিরঝিল, ঢাকা। ছবি : আবদুস সালাম