করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টবেল মোখলেসুর রহমান আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন । এ নিয়ে এ পর্যন্ত সারা দেশে দশজন পুলিশ সদস্যের মৃত্যু হলো।

এর আগে ডিএমপির উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬) , কনস্টেবল জসিম উদ্দিন (৪০), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল খালেক (৩৬), ট্রাফিক কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), ট্রাফিক কনস্টেবল জালালউদ্দিন খোকা (৪৭), পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই নাজির উদ্দীন (৫৫), পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায় ও চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত কনস্টেবল মো. নঈমুল হক করোনায় সংক্রমিত হয়ে মারা যান। নঈমুল হক ছাড়াও বাকি আটজন ডিএমপির সদস্য।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম) সোহেল রানা বলেন, মোখলেসুর রহমান মানুষকে সুরক্ষা দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একদিকে যেমন গর্বিত, অন্যদিকে তাঁর অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। বাংলাদেশ পুলিশ তাঁর পরিবারের পাশে থাকবে।