জামালপুরে বাড়ি থেকে ৪৭ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার জোড়খালি ইউনিয়নের নইলেবাড়ী এলাকার একটি বাড়ি থেকে পুলিশ এসব চাল জব্দ করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ থানা–পুলিশ জানতে পারে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কলোবাজারে মজুদ রয়েছে নইলেবাড়ী এলাকার একটি বাড়িতে। পরে বুধবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় হতদরিদ্র নারী মাজেদা বেগমের ঘর থেকে ৩০ কেজি ওজনের ৪৭ বস্তা চাল জব্দ করা হয়। চালের বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তরের সিল আছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাড়ির লোকজন সটকে পড়েন। ফলে কাউকে আটক করা যায়নি। রাতে চালের বস্তাগুলো পুলিশ থানায় নিয়ে যায়।

মাদারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুজ্জামান বলেন, চালের বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। এসব চাল কালোবাজারে মজুদ করা। এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে চাল জব্দের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।