সাড়ে ৭ কিমি বাঁধ ভেঙেছে আম্পান

জোয়ারের পানিতে বরিশালের বিভিন্ন জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢালচর, চরফ্যাশন উপজেলা, ভোলা, ২১ মে। ছবি: প্রথম আলো
জোয়ারের পানিতে বরিশালের বিভিন্ন জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢালচর, চরফ্যাশন উপজেলা, ভোলা, ২১ মে। ছবি: প্রথম আলো

ঘূর্ণিঝড় আম্পানে দেশের ১৩জেলায় মোট ৮৪ টি পয়েন্টে বাঁধ ভেঙেছে। যার দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত কিলোমিটার।

আম্পানে ক্ষয়ক্ষতি নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে এসব তথ্য জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

প্রতিমন্ত্রী বলেন যেকোনো দুর্যোগের প্রস্তুতি হিসেবে শুধু উপকূলীয় এলাকার জন্য পাঁচ হাজার ৫৫৭ কিলোমিটার বাঁধের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সুপার ঘূর্ণিঝড় আম্পানে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত ৮ থেকে ১০ ফুট বেশি উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে। যা বিভিন্ন জেলার বেড়িবাঁধ বা তীররক্ষা বাঁধ কোথাও ভেঙে বা কোথাও উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে।

এ সময় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামতের কাজ দ্রুত শুরু করার আশা প্রকাশ করেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক । তিনি জানান, সারা দেশে প্রায় ১৭ হাজার কিলোমিটার বাঁধ রয়েছে।