বগুড়ায় আরও সাতজনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বগুড়ায় বৃহস্পতিবার আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১১৯ জনে। তাঁদের মধ্যে ছয়জনই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন। একজন সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফিরেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে বগুড়া জেলা থেকে সংগ্রহ করা ১৮৭টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে সাতজন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। নতুন করে করোনা শনাক্ত হওয়া চারজন বগুড়ার কাহালু উপজেলার একই পরিবারের সদস্য এবং তিনজন বগুড়া শহরের বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ার কাহালু উপজেলার নারহট্র গ্রামের এক ব্যক্তি কয়েক দিন আগে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। তাঁর পরিবারের নমুনা সংগ্রহ করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির স্ত্রী (৩৬), ভাই (৫৮), ভাবি (৪৬) ও গৃহকর্মীর (৪০) শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, জেলায় ১১৯ জন করোনা আক্রান্তের মধ্যে ২৬ পুলিশ সদস্য, সাতজন কারারক্ষী, ১১ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী রয়েছেন।