পঞ্চগড়ে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

পঞ্চগড়ে স্বামী-স্ত্রীসহ নতুন করে আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯ এ) আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ জনে। বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের একটি গ্রামে ২৫ বছর বয়সী এক যুবক ও তাঁর ২২ বছর বয়সী স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁরা সম্প্রতি নরসিংদী থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। এরপর থেকেই তাঁরা হোম কোয়ারেন্টিনে ছিলেন। বর্তমানে তাঁরা নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। করোনা শনাক্ত হওয়া বাকি তিনজনের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফিরেছেন।

পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান বলেন, শুক্রবার সকাল পর্যন্ত পঞ্চগড় জেলা থেকে করোনা পরীক্ষার জন্য ৯৮৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, রংপুর ও দিনাজপুরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৮২০ জনের করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে। জেলায় মোট করোনা আক্রান্ত ৩২ জনের মধ্যে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ জন।