ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনে আরও ১৮ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটিই এখন পর্যন্ত জেলায় এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে জেলায় মোট ৮৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। আজ শুক্রবার দুপুরের দিকে করোনা পরীক্ষার এই ফল সিভিল সার্জন কার্যালয়ে এসেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের একজন, সরাইল উপজেলার দুজন, আশুগঞ্জের একজন, আখাউড়ার দুজন, কসবার পাঁচজন ও নবীনগর উপজেলার সাতজন আছেন। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ২১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে ২ হাজার ৭৫২টি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, আজ জেলায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের ৮৮ জনের মধ্যে ৫৬ জন সুস্থ হয়েছেন।