'খাবার পাইয়ে আমগে খুব ভালো লাগদে'

সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা শ্যামনগর প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণের জন্য নিয়ে যাচ্ছেন। ছবি: প্রথম আলো
সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুরা শ্যামনগর প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণের জন্য নিয়ে যাচ্ছেন। ছবি: প্রথম আলো

৭০ বছরের বৃদ্ধ আরমান গাজীর হাতে তুলে দেওয়া হয়েছিল চিড়া, মুড়ি, বিস্কুট, সাবানের এক প্যাকেট ত্রাণ। দুর্যোগকালে তাৎক্ষণিক খাদ্যসহায়তা পেয়ে খুশিতে আটখানা হয়ে তিনি বললেন, ‘শুকনো খাবার পাইয়ে আমগে খুব ভালো লাগদে। ভোরনাত্রি এসব খাবার সবাই মিলে খাতি পারবনে। এই খাবারে কদিন চলে যাবিনে।’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শিংহড়তলী গ্রামের আরমান গাজীর মতো দুর্যোগকবলিত ৩০০ মানুষের হাতে গতকাল বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে খাদ্যসহায়তা হিসেবে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে।

প্রথম আলো ট্রাস্টের এই ত্রাণকার্যক্রমে অংশ নিয়েছেন প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা। গতকাল প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা চিড়া, মুড়ি, ড্রাইকেক, বিস্কুট ও সাবানের ৩০০টি প্যাকেট নিয়ে নৌকাযোগে শিংহড়তলী প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্রে যান। সেখানে আশ্রয় নেওয়া ৩০০ জনকে এসব খাদ্যসহায়তা দেন।

সেখানে আশ্রয় নেওয়া মীরগাং গ্রামের ছফুরুন্নেছা খাতুন (৭৩) গতকাল খাদ্যসহায়তা পাওয়ার পর বলেন, ‘প্রথম আলো এ আশ্রয়কেন্দ্র কুরায় আমরা দুর্যোগে আশ্রয় নিতি পারি। এ এলাকায় আর কুনো আশ্রয় নিবার জায়গানি। গ্রামের অনেক মানুষ উঠিছি। তারপর আমাগে খোঁজখবর নিচ্ছে। খাবার দেছে। আমরা খুব খুশি হয়ছি।’

খাদ্যসহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রথম আলো আশ্রয়কেন্দ্রে পরিচালিত সিংহড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছারউদ্দিন। এ সময় প্রথম আলোর সাতক্ষীরা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ করেন আল আমিন, আমিনুর রহমান, নুরুজ্জামান প্রমুখ।

সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল শ্যামনগরে আগে কোনো আশ্রয়কেন্দ্র ছিল না। ২০০৯ সালে আইলার পর প্রথম আলোর ট্রাস্টের উদ্যোগে এইচএসবি​সি ব্যাংকের সহযোগিতায় এই দুর্যোগ আশ্রয় কেন্দ্রটি নির্মিত হয়েছিল। দুর্যোগ ছাড়া বাকি সময়ে এটা বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হয়। এর নাম শিংহড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার সহযোগিতায় ঘূর্ণিঝড় আম্পান উপদ্রুত বিভিন্ন এলাকায় ত্রাণকাজ চলবে। আজ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পটুয়াখালীর বেশি ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করবেন বন্ধুসভার সদস্যরা। কলাপাড়ায়ও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে বলে প্রথম আলো ট্রাস্টের সূত্রে জানা গেছে।