বিনা মূল্যে সেনাবাহিনীর এক মিনিটের বাজার

শেখ জামাল স্টেডিয়ামে ২৪টি টেবিলজুড়ে বসানো হয়েছে বাজার। ছবি: প্রথম আলো
শেখ জামাল স্টেডিয়ামে ২৪টি টেবিলজুড়ে বসানো হয়েছে বাজার। ছবি: প্রথম আলো

ফরিদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত হয়েছে বিনা মূল্যের এক মিনিটের সম্প্রীতির বাজার। শহরের শেখ জামাল স্টেডিয়ামে দুপুর ১২টার দিকে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের ২৮ বিআইআরের উদ্যোগে ফরিদপুরে পরিচালিত হয়েছে সম্প্রীতির এ বাজার। এখান থেকে ৫ শতাধিক ব্যক্তি বিনা মূল্যে কিনতে পেরেছেন নিত্যপ্রয়োজনীয় ৯টি পণ্য।
এক–একটি টেবিলে থরে থরে সাজানো ছিল পাঁচ কেজি চালের প্যাকেট, এক কেজি করে ডাল, আলু, চিনি, লবণ, বেগুন ও আটা এবং মিষ্টিকুমড়া, আটা ও এক লিটার সয়াবিন তেল।
দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা গেছে, শেখ জামাল স্টেডিয়ামে ২৪টি টেবিলজুড়ে বসানো হয়েছে বাজার। এসব টেবিলে রাখা হয়েছে উল্লিখিত পণ্য।
নির্দিষ্ট ক্রেতারা বাজারে প্রবেশ করার সময়েই সাবানপানি দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন। তারপর তাঁদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করানো হয়েছে রশি দিয়ে ঘেরা বাজারে। প্রতি মিনিটে চারজন করে ক্রেতাকে ঢুকতে দেওয়া হয়েছে।
যাঁরা শারীরিকভাবে সামর্থ্যবান, তাঁরা নিজেরাই ব্যাগ নিয়ে দৌড়ে ভরে নিচ্ছেন নানা পণ্য। আর বৃদ্ধ, প্রতিবন্ধী, যেসব নারী শিশুদের কোলে নিয়ে এসেছেন, তাঁদের বাজার করে রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছেন সেনাসদস্যরা।

এই নারীর কোলে শিশু থাকায় তিনি বাজারের ব্যাগ টানতে পারছিলেন না। এ সময় তাঁকে সহায়তায় এগিয়ে আসেন এক সেনাসদস্য। ছবি: প্রথম আলো
এই নারীর কোলে শিশু থাকায় তিনি বাজারের ব্যাগ টানতে পারছিলেন না। এ সময় তাঁকে সহায়তায় এগিয়ে আসেন এক সেনাসদস্য। ছবি: প্রথম আলো

শহরের হাবেলী গোপালপুর থেকে আসা নূরজাহান বেগম নামের একজন বয়োবৃদ্ধ জানান, বাজারের কথা জেনে সকালে ফজর নামাজ পড়েই তিনি এখানে চলে এসেছেন। এখন এই দুর্দিনের সময়ে বিনা মূল্যে এসব জিনিসপত্র পেয়ে তিনি দারুণ খুশি।
সাভার সেনানিবাসের ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত ইউনিট (২৮ ব্রিগেড) এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ জানান, সুপার সাইক্লোন আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্ত ফরিদপুরের কৃষকদের সাহাযার্থে এ বাজারের আয়োজন করেছেন সেনাসদস্যরা। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ফরিদপুর পৌরসভা এলাকার পাঁচ শ ব্যক্তিকে এ বাজার থেকে উল্লিখিত পণ্য দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুরের বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে সরাসরি কৃষকদের কাছ থেকে বেগুন, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজি কিনেছেন সেনাসদস্যরা। আজ সেসব সবজিই সরবরাহ করা হয়।

ফরিদপুরের বিভিন্ন গ্রাম ঘুরে সরাসরি কৃষকদের কাছ থেকে বেগুন, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজি কিনেছেন সেনাসদস্যরা। ছবি: প্রথম আলো
ফরিদপুরের বিভিন্ন গ্রাম ঘুরে সরাসরি কৃষকদের কাছ থেকে বেগুন, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজি কিনেছেন সেনাসদস্যরা। ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ওই সময় সেনাসদস্যরা কৃষককে সহায়তা করতে নিজেরাই খেতে নেমে যান। সেনাসদস্যদের এই সহায়তা পেয়ে সাধারণ কৃষকেরাও দারুণ খুশি হন।