বাগেরহাটে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বাগেরহাট জেলায় ঢাকা ও চট্টগ্রাম থেকে ফেরা স্বামী-স্ত্রী ও এক শিশুসহ পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। এক দিনে এটাই বাগেরহাটে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের ঘটনা। এ নিয়ে জেলায় ১৯ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হলো।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষার এই পাঁচজনের করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়।

শনিবার সকালে বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এখন লোক আসছে। ফলে জেলায় করোনা পরিস্থিতি খারাপের দিকেই যাওয়ার কথা। ঢাকা, চট্টগ্রাম থেকে আসা উপসর্গ ছাড়া লোকদের নমুনা পরীক্ষা করেও করোনা শনাক্ত হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা সদর, ফকিরহাট, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া ও চিতলমারী উপজেলায় ১৯ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন। আর ঢাকাফেরত দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।