গাজীপুরে করোনায় একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরে করোনভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৪০ বছর। তাঁর বাড়ি কালিয়াকৈর উপজেলায়। তিনি বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন।

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা আবু সাঈদ বলেন, তাঁদের হাসপাতালে বর্তমানে করোনা ছাড়া অন্য কোনো রোগীর চিকিৎসা দেওয়া হয় না। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে শনিবার রাত ১০টার দিকে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাতে তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক খলিলুর রহমান বলেন, শনিবার রাতে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান। তাঁর লাশ স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।