কমলগঞ্জে মাইক্রো ও অটোরিকশাচালকদের বিক্ষোভ

ঈদের আগের দিন আজ রোববার খাদ্যসহায়তার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জের মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শমশেরনগর বাজার চৌমুহনায় তাঁরা সড়ক অবরোধ করেন। এক মাস আগেও তাঁরা একই দাবিতে নির্বাহী কর্মকর্তার কাছে তালিকাসহকারে লিখিত আবেদন করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন। 

আজ বেলা সাড়ে ১১টায় মাইক্রোবাসচালক নুরুল ইসলাম ও জসিম উদ্দীনের নেতৃত্বে দেড় শতাধিক মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশাচালক শমশেরনগর চৌমুহনায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় চারদিকের সড়কে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এ সময় ঈদের বাজার করতে আসা ক্রেতারাও চরম দুর্ভোগে পড়েন। ঘণ্টাখানেক বিক্ষোভ চলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ এসে বিক্ষোভকারী পরিবহনশ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। এরপর তিনি এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল হকের সঙ্গেও কথা বলেন। দুজনের সঙ্গে আলোচনা করে আজ দিনের মধ্যে বিক্ষোভকারী পরিবহন শ্রমিকদের খাদ্যসহায়তা প্রদানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।