চাঁদপুরে এক দিনে সবোর্চ্চ ২৮ করোনা রোগী শনাক্ত

চাঁদপুরে এক দিনে সবোর্চ্চ ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আজ রোববার দুপুরে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চত করেন।
সিভিল সার্জন জানান, জেলায় নতুন করে আক্রান্ত ২৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৫ জন, ফরিদগঞ্জে ১১ জন, কুচয়ায় ১ জন ও হাইমচরে ১ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
তবে এখন পর্যন্ত জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত চাঁদপুর সদরে ৮০ জন। এ ছাড়া ফরিদগঞ্জে ২৬, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৮, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ৩ জন।
চাঁদপুর সদর হাসপাতালের করোনা ফোকাল পারসন সুজাউদ্দোলা রুবেল বলেন,আক্রান্তদের মধ্যে ৭ জন এখনো হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে নিজ থেকেই চিকিৎসা নিচ্ছেন।