সিলেটে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৬০ বছর। তিনি সিলেট নগর এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, রোববার সকালে ওই ব্যক্তি জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়ার পর করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালে বর্তমানে ৬৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে করোনা পজিটিভ ৩৪ জনের।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মারা যাওয়া ব্যক্তির করোনা উপসর্গ ছিল। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহত ব্যক্তির দাফন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসরণ করা হবে।