সিলেটে ৫ দশমিক ১ মাত্রার ভূকম্পন

সিলেটে আজ সোমবার রাত আটটা ৪২ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প পরিমাপের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিলেট কার্যালয়ের কর্মকর্তা যীশু তালুকদার।

সিলেট আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬৬ কিলোমিটার। সিলেট থেকে দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। এর আগে গত ১৪ এপ্রিল রাতে সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছিল।