জামালপুরে ইউএনওসহ ১৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

জামালপুরে একটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুই শিশুসহ ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯৩ জন কোভিড-১৯-এ আক্রান্ত হলেন। আজ মঙ্গলবার সকালে জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত সোমবার রাতে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১১ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে দুজনের নমুনা পরীক্ষার পজিটিভ ফল এসেছে। তাঁদের মধ্যে ইসলামপুরে তিনজন, সরিষাবাড়ীতে পাঁচজন, দেওয়ানগঞ্জে একজন ও জামালপুর সদর উপজেলায় চারজন রয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান, নমুনা পরীক্ষায় ঈদের দিন রাতে পাওয়া ফলাফলে ১৩ জন নতুন করে শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন ইউএনও আছেন। তাঁকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এই ১৩ জনের সংম্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে।