ঈদের দিন চট্টগ্রামে ১৭৯ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামে ঈদের দিন সোমবার আরও ১৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৭ জন চট্টগ্রাম নগরের এবং ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সোমবার রাত ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য এই তথ্য প্রকাশ করা হয়।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩২৫ টি নমুনা পরীক্ষায় ১৭৯ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়। জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, ঈদুল ফিতরের বন্ধের কারণে সোমবার দুটি ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ-বিআইটিআইডিতে ৫৫ জনের নমুনা পরীক্ষা হয়। সেখানে একজনও পজিটিভ পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে শনাক্ত ব্যক্তিদের মধ্যে মহানগরের ১৬৭ জন ছাড়াও পটিয়া উপজেলায় ৫ জন, সাতকানিয়ায় ১ জন, আনোয়ারা, চন্দনাইশ ও হাটহাজারীতে দুজন করে আছেন।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত এক হাজার ৮৮৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬০ জন। সুস্থ হয়েছেন ১৭৯ জন।