সিলেটে আইসোলেশন ইউনিটে থাকা এক ব্যক্তির মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত এক ব্যক্তির (৩৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। তিনি আগে থেকেই কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

পরিবারের সদস্য ও চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তি মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা। তিনি দুবাইয়ে ছিলেন। বছরখানেক আগে ফেরেন। এরপর কিডনি রোগে অসুস্থ হয়ে পড়েন। ১১ মে সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে তিনি ডায়ালাইসিস করান। তাঁর করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা পজিটিভ আসে। পরে ১৬ মে শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে দুই দফায় ডায়ালাইসিস করানো হয়।

হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র জানান, মঙ্গলবার রাতেই করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির দাফন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী সম্পন্ন করা হবে।