গাজীপুরে নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৯ জনে। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুর সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বলেন, গাজীপুরে নতুন করে ৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে গাজীপুর সদরে ৫৬ জন, কালীগঞ্জে ২ জন ও শ্রীপুরে ৩ জন।

গাজীপুরে মোট আক্রান্তের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১০০ জন, কালীগঞ্জে ১২৩ জন, কাপাসিয়াতে ৮৬ জন, শ্রীপুরে ৫৬ জন, গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকা মিলে ৬৬৪ জন। মারা গেছেন ৪ জন কোভিড–১৯ রোগী। আর সুস্থ হয়েছেন ২২৫ জন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় গাজীপুর জেলার ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজেটিভ ফল পাওয়া গেছে।