কুমিল্লায় একদিনে আরও ৭০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

কুমিল্লার সাত উপজেলায় আজ বৃহস্পতিবার একদিনে ৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বিকেল সাড়ে তিনটায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

নতুন শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীদের মধ্যে বুড়িচং উপজেলায় ২০ জন, চান্দিনায় ১৭ জন, মুরাদনগরে ১৫ জন, আদর্শ সদর ও লাকসামে ছয়জন করে, লালমাই, হোমনা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন করে আছেন।

এ নিয়ে জেলার ১৭ উপজেলায় করোনা শনাক্ত হলো ৭৮১ জনের। সুস্থ হয়েছেন ১০০ জন। মারা গেছেন ২৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে দেবীদ্বারে এক নারীসহ ১০ জন, মুরাদনগরে ৫ জন, চান্দিনায় ৪ জন, কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, ব্রাহ্মণপাড়া ও নাঙ্গলকোট উপজেলায় একজন করে আছেন।

জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে কোভিড-১৯ রোগী বাড়ছে। এখানকার দেবীদ্বার মুরাদনগর, চান্দিনা, আদর্শ সদর উপজেলা (সিটি করপোরেশনসহ), নাঙ্গলকোট ও বুড়িচং উপজেলায় সংক্রমণ বেশি হয়েছে। অপর ১১টি উপজেলায় সংক্রমণের হার অপেক্ষাকৃত কম।