পুকুরের সব মাছ মরে ভেসে উঠল

পুকুরে ভাসছে মরা মাছ। নরসিংদীর মনোহরদী উপজেলার দক্ষিণ কাচিকাটা গ্রামের একটি পুকুরে। ছবি: প্রথম আলো
পুকুরে ভাসছে মরা মাছ। নরসিংদীর মনোহরদী উপজেলার দক্ষিণ কাচিকাটা গ্রামের একটি পুকুরে। ছবি: প্রথম আলো

নরসিংদীর মনোহরদীতে একটি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুরটিতে প্রায় এক লাখের মতো কই মাছের পোনা ছাড়া হয়েছিল।

পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন উপজেলার দক্ষিণ কাচিকাটা গ্রামের শরীফ মিয়া। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে দুর্বৃত্তদের দেওয়া বিষে পুকুরের সব মাছ মরে যায়।

চার মাস আগে নিজের বাড়ির পার্শ্ববর্তী দেড় বিঘা জমি লিজ নিয়ে পুকুরটি খনন করেন শরীফ মিয়া। তাতে প্রায় এক লাখ কই মাছের পোনা ছেড়ে মাছ চাষ শুরু করেন তিনি। আর দুই সপ্তাহ পরেই মাছগুলো বিক্রির উপযোগী হতো। বুধবার রাত ১২টার পর কে বা কারা পুকুরে বিষ ঢেলে দেয়।

ভুক্তভোগী শরীফ মিয়া বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে তিনি মাছের খাবার দিতে পুকুরে যান। সেখানে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে আছে। পুকুরে যে বিষ প্রয়োগ করা হয়েছে, তার আলামতও পুকুর পাড়ে পাওয়া গেছে। আর মাত্র ১৫ দিন পরই মাছগুলো বিক্রি করা যেত। তখন লাভসহ যাবতীয় খরচ উঠে আসত। এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় তাঁরা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবেন। তিনি বলেন, সম্ভবত পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।