পীরগঞ্জে উপজেলার একমাত্র নমুনা সংগ্রহকারী কোভিডে আক্রান্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র নমুনা সংগ্রহকারী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এতে নমুনা সংগ্রহে লোকসংকট দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেডিকেল টেকনোলজিস্ট পদে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুজনের মধ্যে একজন কয়েক মাস থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় প্রেষণে কর্মরত। করোনাকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই মেডিকেল টেকনোলজিস্ট একাই উপজেলার সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করছেন। বৃহস্পতিবার তাঁর করোনা শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুল জব্বার বলেন, রানীশংকৈল উপজেলায় প্রেষণে কর্মরত মেডিকেল টেকনোলিজিস্ট সাইফুল ইসলামের প্রেষণ স্থগিত করে তাঁকে পীরগঞ্জে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২৮ মে পর্যন্ত পীরগঞ্জে ২১৭ জনের নমুনা সংগ্রহ করে ১৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।