বরগুনায় একদিনে সর্বোচ্চ ১০ কোভিড-১৯ রোগী শনাক্ত

বরগুনায় গতকাল শুক্রবার একদিনে সর্বোচ্চ ১০ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন ছাড়া সবাই ঢাকাফেরত। এ নিয়ে জেলায় ৬৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৩৬ জন সুস্থ হয়েছেন।


বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় একদিনে সর্বোচ্চ ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নয়জন ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। এ ছাড়া তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।


বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন বলেন, ২৩ মে ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়। এতে আগে থেকে হাসপাতালে ভর্তি থাকা ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।


করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।