নীলফামারীতে আরও ১৯ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

নীলফামারীতে এক দিনে আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ১২৭ জনে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২৭ মে নীলফামারী থেকে ২৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। আজ শনিবার বিকেলে তাঁদের মধ্যে ১৯ জনের শরীরে করোনা সংক্রমণের তথ্য আসে। এর মধ্যে জেলা সদরের পাঁচজন, ডিমলায় দুজন, ডোমারে ছয়জন, জলঢাকায় তিনজন ও কিশোরগঞ্জ উপজেলার তিনজন আছেন।

জেলায় মোট ১২৭ জন কোভিড–১৯ রোগীর মধ্যে জেলা সদরে ৫২ জন, ডোমারে ১৭ জন, ডিমলায় ১৭ জন, জলঢাকায় ১২ জন, কিশোরগঞ্জে ১১ জন, সৈয়দপুরে ১৮ জন আছেন। এর মধ্যে মারা গেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন। বাকিরা বাড়ি ও হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন।

নতুন আক্রান্তের তথ্য নিশ্চিত করে নীলফামারীর সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, শনাক্ত হওয়া ব্যক্তিদের আইসোলেশনে নেওয়ার কাজ চলছে।