বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মেয়েটি

জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সচেতনতায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মহল্লায় গত সোমবার এ ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, ওই মহল্লার শাহ আলীর মেয়ে চকমথুর কমিউনিটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী শিল্পী খাতুনের (১০) সঙ্গে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের সদর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে শফিউল ইসলামের (১৭) বিয়ের দিন ধার্য ছিল গত সোমবার।বিকেলে বরযাত্রীরা এসে বিয়েবাড়িতে হাজির হন। খবর পেয়ে সেখানে যান পৌরসভার কাউন্সিলর সাজ্জাদুল ইসলাম স্থানীয় লোকজনদের নিয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে উভয় পক্ষকে বোঝান। ভুল বুঝতে পেরে বিয়ের আয়োজন বন্ধ করে দেয় দুই পক্ষ।কাউন্সিলর সাজ্জাদুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়রের নির্দেশে আমি স্থানীয় মুরব্বিদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দিই।’