৬৬ দিন পর সারা দেশে নৌযান চলাচল শুরু

টানা ৬৬ দিন বন্ধের পর ঝুঁকি নিয়েই আজ থেকে সীমিত আকারে চালু হয়েছে নৌপরিবহন। প্রথম দিনেই লঞ্চগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব নিশ্চিত করার মতো কোনো প্রকার স্বাস্থ্যবিধির বালাই ছিল না। সদরঘাট, ৩১ মে। ছবি: দীপু মালাকার
টানা ৬৬ দিন বন্ধের পর ঝুঁকি নিয়েই আজ থেকে সীমিত আকারে চালু হয়েছে নৌপরিবহন। প্রথম দিনেই লঞ্চগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব নিশ্চিত করার মতো কোনো প্রকার স্বাস্থ্যবিধির বালাই ছিল না। সদরঘাট, ৩১ মে। ছবি: দীপু মালাকার

৬৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার সকালে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। ঢাকা নদীবন্দরসহ সারা দেশের ৪২টি রুটে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে। যাত্রীবাহী লঞ্চের যাত্রীরা নিজ নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ার অপেক্ষায় ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে বসে আছেন।


করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল।


ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক হুমায়ুন কবির জানান, আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা নদীবন্দরে লঞ্চ এসেছে ৬টি এবং বন্দর ছেড়ে গেছে ১৩টি।

.সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের প্রবেশের আগে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ও থার্মাল মেশিনের মাধ্যমে তাপমাত্রা মাপা হচ্ছে। লালকুঠি ঘাট, ৩১ মে। ছবি: দীপু মালাকার
.সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের প্রবেশের আগে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে ও থার্মাল মেশিনের মাধ্যমে তাপমাত্রা মাপা হচ্ছে। লালকুঠি ঘাট, ৩১ মে। ছবি: দীপু মালাকার

আজ সকাল ১০টার দিকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে, লঞ্চের যাত্রীরা সামাজিক দূরত্ব না মেনে টার্মিনালের পন্টুনে ঠাসাঠাসি করে বসে আছে। এ সময় অনেকেই মাস্ক পরিহিত অবস্থায় ছিল না।

চাঁদপুরগামী কিছু লঞ্চে সামাজিক দূরত্ব মেনে আসন বিন্যাস করা হয়েছে। লালকুঠি ঘাট, ৩১ মে। ছবি: দীপু মালাকার
চাঁদপুরগামী কিছু লঞ্চে সামাজিক দূরত্ব মেনে আসন বিন্যাস করা হয়েছে। লালকুঠি ঘাট, ৩১ মে। ছবি: দীপু মালাকার

ভোলাগামী লঞ্চযাত্রী ইদ্রিস মিয়া বলেন, ‘গতকাল জানতে পেরেছি আজ লঞ্চ চলাচল শুরু করবে। তাই ভোলা যাওয়ার উদ্দেশ্যে সদরঘাট টার্মিনালে এসেছি। লঞ্চ ছাড়ার অপেক্ষায় টার্মিনালে বসে আছি।’


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) কাজী ওয়াকিল নওয়াজ বলেন, যাত্রীবাহী লঞ্চ যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিআইডব্লিউটিএ ও লঞ্চমালিকদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সদরঘাট টার্মিনালে যাত্রীদের প্রবেশপথে ছয়টি জীবাণুনাশক টানেল ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। জীবাণুনাশক দ্রব্য ছিটানো হচ্ছে। সীমিত পরিসরে যাত্রী বহন করা হচ্ছে।


ওয়াকিল নওয়াজ বলেন, যেসব লঞ্চ আসা-যাওয়া করবে, সেসব লঞ্চে যাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।