শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি, আড়াই ঘণ্টা পর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ভর্তির দুই ঘণ্টার মধ্যে পিরোজপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে আজ রোববার দুপুরে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা মহল্লার বাসিন্দা ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, ওই ব্যক্তি (৬০) কয়েক দিন ধরে জ্বর ও সর্দি–কাশিতে ভুগছিলেন। আজ বেলা ১১টার দিকে তিনি হাসপাতালে নমুনা দিতে আসেন। এ সময় তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, মৃত্যুর পর ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হবে।

এর আগে শুক্রবার দুপুরে পিরোজপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান।