ঝালকাঠিতে করোনা শনাক্তের সংখ্যা অর্ধশত ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝালকাঠিতে কোভিড–১৯ রোগী শনাক্তের সংখ্যা অর্ধশত হলো। গতকাল রোববার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫২ জন।


জেলার সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মোট শনাক্তদের মধ্যে ঝালকাঠি সদরে ১৯ জন, নলছিটি উপজেলায় ১৬ জন, রাজাপুর উপজেলায় ১০ জন ও কাঁঠালিয়া উপজেলায় ৭ জন। এ পর্যন্ত দুজন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ জন।


সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, অফিস–আদালত খুলে দেওয়ায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়বে। তিনি সবাইকে সামাজিক দূরত্ব মানা, মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শদেন।