সচিবালয়ে একসঙ্গে কাজ করবেন সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মী

বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি
বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি

বিদ্যমান পরিস্থিতিতে আপাতত সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী নিয়ে অফিসের কাজ চলবে। একইসময় আরও ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী অনলাইনে কাজে যুক্ত থাকবেন । এভাবে পালাক্রমে অফিসের কাজ চলবে। আর দেশের অন্যান্য অফিসগুলোতে প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা কর্মচারী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংক্রমণ থেকে সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান তিনি।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছি মন্ত্রণালয় ও বিভাগগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে অফিস চালাবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ৬৬ দিন বন্ধের পর গতকাল রোববার থেকে সরকারি বেসরকারি অফিসগুলো খুলেছে ।