মৌলভীবাজারে করোনা শনাক্ত ১০০ ছাড়াল

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল। এ পর্যন্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ সংক্রমিত হয়েছেন ১২৮ জন। গতকাল রোববার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে একজন চিকিৎসকসহ ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একজন ব্যবসায়ী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষায় করোনা 'পজেটিভ' আসে। এরপর থেকে সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকে। নতুন শনাক্তদের মধ্যে রাজনগরে একজন, কুলাউড়ায় ৩ জন, কমলগঞ্জে ৬ জন, শ্রীমঙ্গলে ১৮ জন ও বড়লেখায় দুজন আছেন।

এখন পর্যন্ত এই জেলায় চারজন করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। সুস্থ হয়েছেন ৪৩ জন।


মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেন।