ফেনীতে আরও ৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ফেনীতে আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৯ জনে। 

নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে ফেনী সদর উপজেলার দুজন, সোনাগাজীর দুজন ও ফুলগাজী উপজেলার একজন রয়েছেন।


ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত পাঁচজনের বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁরা হোম আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসা নিচ্ছেন।


ফেনী জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৫৯ জন। পাঁচজনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। জেলায় এখন ৯২ জন স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, গত দুই মাসে জেলায় ১ হাজার ৬৭৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়। গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।


জেলায় কোভিড–১৯ আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৬১ জন, দাগনভূঁঞায় ৩৭, ছাগলনাইয়া ও সোনাগাজীতে ২১ জন করে এবং পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৭ জন করে রয়েছেন।