শ্রীপুরে এক দিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে এক দিনে সর্বোচ্চ ১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাঁদের বেশির ভাগই পোশাককর্মী। গত ২৬ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার পরীক্ষার ফলাফল হাতে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফাতেহ্ আকরাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চিকিৎসক ফাতেহ্ আকরাম বলেন, আক্রান্ত ১৩ জনের শারীরিক অবস্থা ভালো। তাঁদেরকে হোম আইসোলেশনে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সবার মধ্যে মৃদু সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে। কোনো জটিলতা দেখা দিলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পোশাকর্মী বেশি।

এখন পর্যন্ত শ্রীপুরে করোনায় আক্রান্ত  হয়েছেন ৮৫ জন। ১ হাজার ৩০০ নমুনা সংগ্রহ করে এই আক্রান্তের সংখ্যা পাওয়া যায়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ জন।