ময়মনসিংহ শহরে স্বাস্থ্যবিধি মেনে ইজিবাইক চালুর সিদ্ধান্ত

ময়মনসিংহে আজ সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। সরকার সাধারণ ছুটি ঘোষণার পর থেকে নগরীতে গণপরিবহন হিসেবে পরিচিত ইজিবাইক চলাচল বন্ধ ছিল।

এখন থেকে আবার শহরের রাস্তায় ইজিবাইক চলাচলের জন্য পাঁচটি নির্দেশনার কথা বলছে নগর কর্তৃপক্ষ। এগুলো হচ্ছে চারজনের অধিক যাত্রী বহন করা যাবে না, চালকদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক ছাড়া কোনো যাত্রী ভ্রমণ করতে পারবেন না, প্রতিদিন ইজিবাইকের আসনসহ অন্যান্য অংশে জীবাণুনাশক ছিটাতে হবে এবং পূর্বের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

আজ দুপুরে এক বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশনার তথ্য জানিয়েছ ময়মনসিংহ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তাই ইজিবাইক চলাচলের ক্ষেত্রেও জনগণের সুবিধার কথা বিবেচনা করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।