লক্ষ্মীপুরে আরও ২২ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে গতকাল সোমবার আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২। এ ছাড়া মৃত পাঁচজন ব্যক্তির করোনা পজিটিভ আসে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, নতুন শনাক্ত ২২ জনের মধ্যে লক্ষ্মীপুর সদরে ৯ জন, রায়পুরে ৬ জন ও রামগঞ্জে ৭ জন।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ১২ এপ্রিল জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়ে রামগঞ্জ উপজেলায়। সংক্রমণ প্রতিরোধে পরের দিন থেকে লক্ষ্মীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়। জেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্তের পর এক মাসে এই সংখ্যা দাঁড়ায় ৬৩। পরের ১৯ দিনে এর সঙ্গে যোগ হয় আরও ১৭৯ জন।

লক্ষ্মীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন মো. আব্দুল গাফ্ফার বলেন, করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে।