ধামরাইয়ের এক কোভিড-১৯ রোগীর মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ঢাকার ধামরাইয়ের এক কোভিড-১৯ রোগী মারা গেছেন। গতকাল সোমবার দুপুরে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৬৭) মৃত্যু হয়। এ নিয়ে এই উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল দুইয়ে।

এদিকে সাভার ও ধামরাইয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭০০ ছাড়াল।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার ৯০ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। গতকাল নমুনা পরীক্ষা ফলাফলে ২২ জনের করোনা পজেটিভ আসে। ধামরাই থেকে একই দিনে ৫৪ জনের নমুনা সংগ্রহ করে একই ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩৫ জনের করোনা পজেটিভ আসে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া রোগীর করোনাভাইরাস শনাক্ত হয় গত শনিবার। পরের দিন তাঁকে ঢাকায় ভর্তি করা হয়। এ ছাড়া গত রোববার ভোরে ধামরাইয়ে আরেক কোভিড-১৯ রোগী মারা যান।