খুলনায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়। তাঁদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, যশোর জেলার ঝিকরগাছার এক ব্যক্তি (৫২) জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে সোমবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। একই জেলার মনিরামপুর উপজেলার এক নারী (৩৬) কিডনি সমস্যা নিয়ে সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। গভীর রাতে শ্বাসকষ্টের জন্য তাঁকে ফ্লু ওয়ার্ডে আনা হলে ভোরে তাঁর মৃত্যু হয়। অপর দিকে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি নগরের সোনাডাঙ্গার শেখপাড়া বাগানবাড়ি এলাকার এক বাসিন্দা (৩৯) মারা যান। তিনি তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন।

করোনা সংক্রমণর পর থেকে এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মোট ২৯ জনের মৃত্যু হলো। তাঁদের মধ্যে ৩ জন হাসপাতালে আসার পথে রাস্তায় মারা যান।