কুমিল্লায় চার বৃদ্ধই মারা গেছেন করোনায়

কুমিল্লার দেবীদ্বার, মুরাদনগর, চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলায় মারা যাওয়া চার বৃদ্ধই ছিলেন কোভিড আক্রান্ত। আজ মঙ্গলবার রাতে তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে।

সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন ও কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন এই তথ্য জানিয়েছেন। চার ব্যক্তিই ষাটোর্ধ্ব।

এই চার ব্যক্তি হলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চান্দিনা)–এর পরিচালক ও দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক (৬৫), মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের এক বাসিন্দা (৬৩), চান্দিনা সদরের এক বাসিন্দা (৮৫) ও চৌদ্দগ্রাম পৌরসভার এক ব্যক্তি (৬৫)।

দেবীদ্বারের বিএনপি নেতা শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ২৮ মে নমুনা দেন। ২৯ মে তিনি মারা যান। মুরাদনগরের ব্যক্তি জ্বর ও সর্দি–কাশি নিয়ে ৩০ মে নমুনা দেন, মারা যান ৩১ মে। চান্দিনার ব্যক্তি নমুনা দেওয়ার পর ৩১ মে মারা যান। চৌদ্দগ্রামের ব্যক্তি মারা যান ৩১ মে। তাঁরও নমুনা আগে নেওয়া হয়।