করোনায় পুলিশের আরেক সদস্যের মৃত্যু, মোট মৃত্যু ১৬

নিরোদ চন্দ্র মন্ডল
নিরোদ চন্দ্র মন্ডল

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পুলিশ বাহিনীর আরেকজন সদস্য মারা গেছেন। তাঁর নাম নিরোদ চন্দ্র মন্ডল (৫২)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী অঞ্চলের স্টেনোগ্রাফার ছিলেন।

আজ মঙ্গলবার দুপুরে নিরোদ মণ্ডল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে গতকাল পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন পুলিশ সদস্য মারা গেলেন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, করোনার ফল পজিটিভ হওয়ায় নিরোদ মন্ডল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ দুপুরে মারা যান তিনি। তাঁর বাড়ি ফরিদপুরে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা গতকাল প্রথম আলোকে বলেন, করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পুলিশের ১৬ জন গর্বিত সদস্য জীবন উৎসর্গ করেছেন। সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডিএমপিসহ সারা দেশে ২০৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৩৩-এ। তাঁরা পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে কর্মরত। এর মধ্যে ডিএমপিতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০৬ জন।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আগ পর্যন্ত সারা দেশে ৫ হাজার ৩১২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সংগনিরোধ) ছিলেন। এখন পর্যন্ত আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) আছেন ১ হাজার ৩২২ জন। ২ হাজার ৫৯ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।