করোনায় চট্টগ্রাম কাস্টমসে প্রথম মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চট্টগ্রাম কাস্টমসের একজন কর্মকর্তা মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।চট্টগ্রাম কাস্টমসে করোনায় এই প্রথম একজন মারা গেলেন।

কাস্টমসের এই কর্মকর্তার নাম জসিম উদ্দিন মজুমদার (৫৬)। তিনি চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কাস্টমসের সহকারী কমিশনার নূর এ হাসনা সানজীদা অনসুয়া আজ বুধবার প্রথম আলোকেএ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

কাস্টমস সূত্র জানায়, করোনাভাইরাসে এ পর্যন্ত কাস্টমস এর ১৭ জন কর্মকর্তা–কর্মচারী সংক্রমিত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেলেন। অন্যদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ১৩ জন কর্মকর্তা বাসায় চিকিৎসা নিচ্ছেন।