নীলফামারীর চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে ট্রেন চলাচল শুরু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারীর চিলাহাটি-খুলনা রেলপথে আজ বুধবার দ্বিতীয় ধাপে আন্তনগর ট্রেন রূপসা চলাচল শুরু করেছে। সকাল সাড়ে আটটায় খুলনার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। রাত আটটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে নীলসাগর এক্সপ্রেস ট্রেন। উভয় ট্রেন নীলফামারীর সবশেষ স্টেশন চিলাহাটি থেকে ছেড়ে যাবে।

সামাজিক দূরত্ব বজায় রেখে এবং রেলের নিয়মনীতি বজায় রেখে ট্রেন দুটি চলাচল করবে। ইতিমধ্যে অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেন দুটিতে খাবার গাড়ি সংযোগ থাকলেও সেখানে কোনো খাবার থাকবে না। মাস্ক ও টিকিট ছাড়া কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না।


সকাল সাড়ে নয়টায় সৈয়দপুর স্টেশনে রূপসা ট্রেনটি এসে দাঁড়ায়। এ সময় বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান উপস্থিত থেকে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেন এবং মাস্কবিহীন যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।