সিলেট বিভাগে আরও ৬৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেট বিভাগে আরও ৬৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ জনে।
আজ বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

গতকাল মঙ্গলবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। তবে এর মধ্যে একজনের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করায় শনাক্ত হয়। আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে ৩৯ জনের শনাক্ত হয়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ নিয়ে বিভাগে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৫৯। এর মধ্যে সিলেট জেলায় ৬২৬ জন, সুনামগঞ্জ জেলায় ২১৩ জন, হবিগঞ্জ জেলায় ১৯২ জন এবং মৌলভীবাজার জেলায় ১২৮ জন। বিভাগে মারা গেছেন ২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জ জেলায় ১ জন, হবিগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।