চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মেডিসিন বিশেষজ্ঞ ও চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এহসানুল করিম করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বুধবার বেলা একটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।

এর আগে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আরেক চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মারা যান।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রথম আলোকে বলেন, এহসানুল করিমের করোনা পজিটিভ রিপোর্ট আসে ২৯ মে। পরদিন ৩০ মে তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাঁকে বাঁচানোর জন্য চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। বুধবার বেলা একটায় তিনি মারা যান।
ফয়সল ইকবাল চৌধুরী বলেন, এহসানুল করিম মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। চিকিৎসক হিসেবে তাঁর খ্যাতি আছে। রোগীদের বেশি সময় দিতেন। অল্প বয়সে তিনি চলে গেলেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৭৩ চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭ জন। বাকিরা চিকিৎসাধীন আছেন বলে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে।