নরসিংদীতে ৫৫ দিনে করোনা শনাক্তের সংখ্যা ৬০০ ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীতে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি জেলায় এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬১৪ জনে। আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন মো. ইব্রাহিম।

জেলায় প্রথম করোনা রোগী শনাক্তের ৫৫ দিনের মাথায় ৬০০ ছাড়াল মোট শনাক্তের সংখ্যা। করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ১১ জন। আর সুস্থ হয়েছেন ২১২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৮ মে ১৬৩ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়। মঙ্গলবার রাতে নমুনা পরীক্ষার ফলাফল জানা যায়। তাতে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, পলাশে ৩, শিবপুরে ৫, বেলাবতে ৪ ও মনোহরদী উপজেলায় ২ জন রয়েছেন।

সিভিল সার্জন মো. ইব্রাহিম বলেন, জেলায় নমুনা সংগ্রহের হার বাড়ার পাশাপাশি শনাক্তের সংখ্যাও বাড়ছে। নতুন করে শনাক্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হচ্ছে।