সৈয়দপুরে জ্বর-সর্দি নিয়ে একজনের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে জ্বর–সর্দির মতো করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে একজনের (৬৮) মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ওই উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৮ জনের।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার বলেন, জ্বর–সর্দির মতো উপসর্গ নিয়ে গতকাল রাত একটার দিকে শহরের কুন্দল এলাকার একজন মারা যান। নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। সরকারি নির্দেশনা মেনে তাঁকে রাতেই দাফন করা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। দুই–একদিনের মধ্যে ফলাফল জানা যাবে।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার বলেন, নমুনা পরীক্ষার ফল জানার পর ওই ব্যক্তির বাড়ি লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।