নলছিটিতে বুকব্যথা ও শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আজ বুধবার সকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন দিন ধরে তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, ওই ব্যক্তি সকালে বাড়ি থেকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে বুকে ব্যথা বেড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানানোর পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে রাজাপুরে নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১২ জন। আজ সকালে তাঁদের প্রতিবেদন আসার পর উপজেলা প্রশাসন দুটি বাড়িসহ স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকের একটি কক্ষ লকডাউন করেছে। কাঁঠালিয়া উপজেলাতেও নতুন করে দুজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ৪ জনসহ মোট ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।