সিরাজগঞ্জের চৌহালিতেও করোনা রোগী শনাক্ত

সিরাজগঞ্জে বেড়ে চলেছে কোভিড–১৯–এ আক্রান্ত রোগী। আজ বুধবার বিকেলে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ৭২।

আজ দুপুরে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জনই তাঁতসমৃদ্ধ বেলকুচি উপজেলার বাসিন্দা। অন্য চারজনের মধ্যে চৌহালি উপজেলার দুজন, সদরের একজন ও কামারখন্দ উপজেলার একজন।

জেলায় এ পর্যন্ত মারা গেছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। মৃত দুজনই বেলকুচি উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হ‌ুমায়ূন কবীর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। তবে এই সময়ে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। মোট ৩ হাজার ৯৩০ জন হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৩৭ জন।

সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, এর আগে যমুনা নদীবেষ্টিত চৌহালি উপজেলায় করোনা রোগী শনাক্ত না হলেও আজ দুজনের শনাক্তের মধ্য দিয়ে জেলার নয়টি উপজেলাতেই করোনা সংক্রমিত হলো।