শেরপুরে করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

শেরপুরে ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এক শ ছাড়িয়ে দাঁড়াল ১০৮ জন। আর সুস্থ হয়েছেন ৫৮ জন।

নতুন শনাক্তদের মধ্যে নকলা উপজেলায় ৯ জন, ঝিনাইগাতীতে ৩ জন ও নালিতাবাড়ী উপজেলায় ২ জন আছেন।

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডেন্টাল টেকনিশিয়ান ও পদ্মা ব্যাংক লিমিটেডের একজন কর্মকর্তা, নকলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের দুজন পরিবার কল্যাণ কর্মী আছেন।

জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. মজিবুর রহমান, ঝিনাইগাতীর ইউএইচএফপিও মো. জসিম উদ্দিন এবং নালিতাবাড়ীর ইউএইচএফপিও রেহমা সারওয়ার সালাম আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।