বরগুনায় পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ নতুন ১০ জন আক্রান্ত

বরগুনায় নতুন করে এক পুলিশ সদস্যসহ আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৭৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানান, গতকাল বুধবার জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যসহ ছয়জন শনাক্ত হন। ৩১ মে তাঁদের নমুনা সংগ্রহ করে বরিশাল ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে গতকাল রাতে রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার একজন, পাথরঘাটায় একজন, বেতাগীতে একজন এবং আমতলী উপজেলার তিনজন। এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ চারজন শনাক্ত হন। 

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) প্রধান আলাউদ্দিন মিলন প্রথম আলোকে বলেন, অসুস্থ সদস্যকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর বাড়ি লকডাউন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল অথবা ঢাকায় নেওয়া হবে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ প্রথম আলোকে বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে।