ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক-পুলিশসহ ৩৫ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে একজন চিকিৎসক, ইতিমধ্যে করোনায় সংক্রমিত এক চিকিৎসকের শিশুসন্তান, দুজন কনস্টেবলসহ ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২০৬।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ দুপুরে ৩০৬ জনের নমুনা পরীক্ষার ফল কার্যালয়ে পৌঁছায়। এর মধ্যে ৩৫ জনের ফল পজিটিভ আসে। তাঁদের মধ্যে নাসিরনগর থানার ২ জন কনস্টেবল, সদর উপজেলায় অবসরপ্রাপ্ত ১ জন চিকিৎসক, জেলা শহরে করোনায় সংক্রমিত এক চিকিৎসকের ৬ বছরের মেয়ে ও একই পরিবারের দুই ভাইসহ ২৪ জন, কসবায় ২ জন, আখাউড়ায় ২ জন, নবীনগরে ৩ জন এবং বিজয়নগর উপজেলায় ১ জন।

এখন পর্যন্ত জেলায় ৪ হাজার ৬৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত তাঁদের মধ্যে ৪ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষার ফল আসে। জেলায় এখন পর্যন্ত ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ চিকিৎসকসহ মোট ৭২ জন।