হত্যা মামলায় সাংবাদিককে আসামি করার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন। আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী সড়কে। ছবি: প্রথম আলো
প্রথম আলোর বাউফল প্রতিনিধি মিজানুর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন। আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী সড়কে। ছবি: প্রথম আলো

পটুয়াখালীর বাউফলে প্রথম আলোর উপজেলা প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানকে ষড়যন্ত্র করে একটি হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদরের তুষখালী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে মঠবাড়িয়া প্রেসক্লাব।

মানববন্ধন শেষে মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান, সাধারণ সম্পাদক কামরুল আকন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক জুলফিকার আমীন, ফারুক হোসেন, সিদ্দিকুর রহমান, সামসুজ্জোহা, শাহাদাৎ হোসেন, ফাহিমা বেগম প্রমুখ।

বক্তারা সাংবাদিক মিজানুর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা মামলার আসামি করার প্রতিবাদ জানিয়ে ওই মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবি জানান। একটি রাজনৈতিক হত্যাকাণ্ডে একজন পেশাদার সাংবাদিককে আসামি করার ঘটনায় সভা থেকে নিন্দাও জানানো হয়।

গত ২৪ মে বাউফল শহরের ডাকবাংলোর সামনে একটি তোরণ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় প্রতিপক্ষের হামলায় স্থানীয় সাংসদ আ স ম ফিরোজের অনুসারী তাপস দাস নিহত হন। এ ঘটনায় করা ওই মামলায় সাংবাদিক এ বি এম মিজানুর রহমানকে আসামি করা হয়।